নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনার দাপটে নাজেহাল জনজীবন। করোনার প্রভাব রাজ্যে সংক্রমিত ও মৃতর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সংক্রমণ রুখতেই দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। এবার আনলক ৪ পর্বে তা আংশিকভাবে চালু হয়েছে। গত মাসেই বেশ কয়েকটি শহর থেকে কলকাতায় উড়ান চলাচলে সম্মতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া। আর এরই মধ্যে করোনা সংক্রমণ রুখতে বিশেষভাবে সেজে উঠছে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।
At #KolkataAirport, we have marked designated bins which are placed at convenient locations in Arrival corridor & near baggage claim area for passengers to dispose off their PPEs. (1/2)@AAI_Official @MoCA_GoI @HardeepSPuri @arvsingh01 @MoHFW_INDIA @HomeBengal pic.twitter.com/eCuGvk6igR
— Kolkata Airport (@aaikolairport) September 5, 2020
করোনা সুরক্ষার কথা মাথায় রেখে শনিবারই বিমানবন্দরের অন্দরে বসানো হল পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিট ফেলার বিশেষ পাত্র (বিন)। ডিজিসিএ যে নির্দেশিকা জারি করেছে সেখানে যাত্রীদেরও পিপিই কিট পরে বিমানযাত্রা করতে হবে। এক্ষেত্রে যারা সেই কিট পরে বিমানবন্দর ছেড়ে বেরবেন তাঁদের সেই কিট গেটের সামনে রাখা বিন বক্স-এ ফেলে দিয়ে ঢুকতে হবে।
আরও পড়ুনঃ নজরদারির অভিযোগে রাজভবনের পাঁচ কর্মীকে নবান্নে ফিরিয়ে নিতে চিঠি রাজ্যপালের
এদিন কলকাতা বিমানবন্দরের তরফে একটি টুইট করা হয়, যেখানে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে তাঁরা যেন তাঁদের এই পিপিই কিট যত্রতত্র না ফেলে নির্দিষ্ট বিন-এ রাখেন। এই পিপিই কিটগুলি মূলত একবার ব্যবহারের জন্যই তৈরি হয়ে থাকে। নির্দিষ্ট স্থানে না ফেললে তা থেকে সংক্রমণের সম্ভাবনাও থাকে।
দিল্লি, মুম্বাই, চেন্নাই, আমেদাবাদ, পুনে এবং নাগপুর থেকে নির্দিষ্ট কয়েকটি উড়ান চলাচল শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে রাজ্যে যেদিন যেদিন সম্পূর্ণ লকডাউন থাকবে সেদিন উড়ান পরিষেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584