প্রায় ১২ হাজার কিমি দূরের সিগন্যাল ধরল বকখালির হাম রেডিও

0
74

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এবার কলকাতা আর অ্যান্টার্কটিকাকে জুড়লো হাম রেডিওর সিগন্যাল। প্রায় ১২ হাজার কিমি দূরত্ব মিলিয়ে দিল রেডিও তরঙ্গ। রেডিও অপারেটর বাবুল গুপ্ত সম্প্রতি ডিজিং তরঙ্গ ধরতে পেরেছেন। এতদূর থেকে এই সিগন্যাল ধরতে পারা, হাম রেডিও-র ইতিহাসে খুবই দুর্লভ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সচিব অম্বরীশ নাগ একথা বলেছেন।

Bablu Gupta | newsfront.co
বাবলু গুপ্ত। ছবিঃ ফেসবুক

জানা গিয়েছে, অ্যান্টার্কটিকায় শিবির খাটানো আর্জেন্টাইন এক গবেষক দলের রেডিও সিগন্যাল ধরা পড়েছে বকখালির রেডিও অপারেটর বাবুল গুপ্তর হাম তরঙ্গে। সেই রেডিও অপারেটর বাবুল গুপ্ত বলেছেন, “যে সিগন্যাল আমি ধরেছি, সেটা মেল করে দক্ষিণ গোলার্ধে এলআরএ ৩৬ ক্যাম্পকে পাঠিয়ে দিয়েছি। আমরা তরঙ্গ খতিয়ে দেখেছি ১৫.৪৭৬ কিলোহার্জ মাত্রা”।

আরও পড়ুনঃ নারদ কাণ্ডে ফের মুকুল রায়কে নোটিশ পাঠাল ইডি

এই সাফল্যের জন্য কোনও পুরস্কার নেই। এমনটা জানিয়ে ওই রেডিও অপারেটর বলেছেন, “রেডিও অপারেটর হিসেবে এটা আমার কাছে বড় সাফল্য। অনেকদূর থেকে সিগন্যাল আমার তরঙ্গে এসেছে। কিন্তু দক্ষিণ গোলার্ধ থেকে এই প্রথম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here