শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ইন্টারনেটের রমরমার যুগেও এখনও কমে যায়নি বইমেলার জনপ্রিয়তা। প্রত্যেক বছর সারা কলকাতার বই প্রেমী মানুষ অপেক্ষা করে থাকেন কলকাতা বইমেলার জন্য। আর এই বইমেলার মাধ্যমে পরিচিতি পান নতুন কিছু লেখকও।
কিন্তু এখনও করোনা ভ্যাকসিন দেওয়া শুরু না হওয়ায় প্রথমত নতুন বছরে জানুয়ারি মাসে শেষের দিকে কিভাবে বইমেলা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ।করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফলাফল পেতে পেতে ফেব্রুয়ারি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা। সেই কারণে জানুয়ারিতে কলকাতা বইমেলা হবার সম্ভাবনা যথেষ্ট কম।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সভার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হল মেদিনীপুরকে
তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, জুলাইয়ে হতে পারে এবারের কলকাতা বইমেলা। দিনক্ষণ নির্ধারণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন গিল্ড কর্তারা। করোনা টিকা বাজারে আসার পর বইমেলা হলে স্টলেই মিলতে পারে ভ্যাকসিন।
আরও পড়ুনঃ দুঃস্থদের স্বার্থে অক্সিজেন পরিষেবা চালু করল ফালাকাটা উদয় সংঘ ক্লাব
কিন্তু ঘোর বর্ষায় বইমেলা হলে তা সামাল দেওয়া যাবে? প্রকাশক সংগঠনের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, “বইমেলা হচ্ছেই, তবে জানুয়ারি থেকে পিছোতে পারে জুলাইয়ে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দিন চূড়ান্ত হবে।
আর বর্ষায় যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে।” বইমেলার স্টলে এবার শুধু বই নয়, ভ্যাকসিনও মিলতে পারে। সুরক্ষা বিধি মেনেই বইমেলা হবে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584