Kolkata Book Fair2022: শুরু হল কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা

0
89

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা শুরু হয়েছে গতকাল। গত সোমবার বিকেলে নগরের সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সৃজিত বসু, মলয় রায় এবং তৃণমূল কংগ্রেসের জেনারেল সম্পাদক কুণাল ঘোষ। এবারের ৪৫তম এ বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ।

Mamata Banerjee at kolkata book fair

চলতি বছরে কলকাতা বইমেলায় যোগ দিয়েছেন ২০টি দেশের প্রকাশক। রয়েছে ৬০০টি বইয়ের স্টল ও ২০০টি লিটল ম্যাগাজিন স্টল। আগামী ৩ ও ৪ মার্চ বইমেলায় বাংলাদেশ দিবস পালন করা হবে। ৬ মার্চ পালিত হবে শিশু দিবস। মেলা শেষ হবে ১৩ মার্চ।

বইমেলার নয়টি প্রবেশদ্বারের তিনটি নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বইকে থিম করে। আর বাংলাদেশ প্যাভিলিয়ন হচ্ছে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণস্থলকে থিম করে। এবারের কলকাতা বইমেলায় লতা মঙ্গেশকর, দিলীপ কুমার, বিজু মহারাজ, বুদ্ধদেব গুহ, শঙ্খ ঘোষ প্রমুখ প্রয়াত কবি, সাহিত্যক ও শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক সুদূর অতীতের। এই সম্পর্ককে আলাদা করতে পারে না দুই দেশের বাসিন্দারা। বইমেলা দুই দেশের সম্পর্কের মধ্যে যে বন্ধন তৈরি করেছে, তা আজও অটুট। মৈত্রী বন্ধনকে আরও দৃঢ় করবে এই বইমেলা।

আরও পড়ুনঃ আনিস খান হত্যাঃ আদালতের নির্দেশে ফের ময়নাতদন্ত, এসএসকেএম হাসপাতালে পৌঁছল দেহ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, কথাসাহিত্যিক সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘কলকাতা বইমেলায় এবার বাংলাদেশকে থিম কান্ট্রি করায় আমরা গর্বিত। এ নিয়ে কলকাতার বইমেলা কর্তৃপক্ষ তিনবার বাংলাদেশকে থিম কান্ট্রি করেছে। আমরা মনে করি, এর ফলে আমাদের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’

আরও পড়ুনঃ নজিরবিহীন দাবি রাজ্যপালের, কমিশনের কাছে বেশ কিছু বুথে পুনঃনির্বাচন চাইলেন খোদ রাজ্যপাল

এদিকে কলকাতার বইমেলায় যাঁরা সশরীর উপস্থিত থাকতে পারছেন না, তাঁদের জন্য আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ চালু করছে বইমেলার লাইভ স্ট্রিমিং। পাশাপাশি প্রকাশকদের বইয়ের তালিকা দেখে অর্ডার করলেই তা পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here