তন্ময় মণ্ডল, কলকাতাঃ

আমরা সবাই জানি কলকাতায় দুর্গাপুজোর রেড রোড কার্নিভাল কতটা বিখ্যাত। রেড রোড কার্নিভাল শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর কর্নিভালের অনুপ্রেরণায় দলের স্থানীয় নেত্রী স্মিতা বক্সী গতকাল বড়দিন উপলক্ষে উত্তর কলকাতার গিরিশ পার্কে ক্রিসমাস কার্নিভালের আয়োজন করে।



আরও পড়ুনঃ সূর্যগ্রহণ দেখতে উদ্দীপনা ফালাকাটায়
স্মিতা বক্সীর উদ্যোগে ছোট শিশুদের নিয়ে বড়দিন পালন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৬০০জন শিশুদের ক্রিসমাস কেক ও গিফিট দেওয়া হয়, যা পেয়ে শিশুদের আনন্দ চোখে মুখে প্রকাশ পায়। এই ছোট ছোট শিশুদের কিছু গিফট ও খাবার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তাপস রায়, সঞ্জয় বক্সী ,স্মিতা বক্সী অরুন্ধতী ভিগু, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জসিমউদ্দিন, ছাত্র যুব নেতা সৌম্য বক্সী আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584