কোলাঘাটে ‘নো এন্ট্রি জোন’ পরিদর্শনে পুলিশ সুপার

0
70

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবে সকল বাঙালি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আনন্দে আত্মহারা হয়ে থাকে এই পুজোর কটা দিন, তবে এই বছর মহামারী ভাইরাসের কারণে কার্যত নিরাশ সকল বাঙালি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও পুজো কমিটি গুলি।

durga puja community | newsfront.co
মণ্ডপ পরিদর্শন। নিজস্ব চিত্র

কারণ হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রত্যেকটি পুজো মণ্ডপ “নো এন্ট্রি জোন” করে দেওয়া হয়েছে, এবার সেই পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামল জেলা পুলিশ। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত নতুন বাজার এলাকায় একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব।

আরও পড়ুনঃ ফালাকাটা মুক্তি পাড়ার পুজোয় থিম ‘প্রণাম’

police super | newsfront.co
পুলিশ আধিকারিক। নিজস্ব চিত্র

এই দিন তিনি বিভিন্ন পুজাে মণ্ডপ ঘুরে দেখলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী পুজো উদ্যোক্তারা তা মেনে চলছে কিনা এবং গাইডলাইন সম্পর্কে কতটা সচেতন সেই বিষয়ে খতিয়ে দেখেন পুলিশ সুপার সুনীল কুমার যাদব, পাশাপাশি দর্শনার্থীদের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মহামারি ভাইরাসের আবহে সেই নিয়ে পুজো কমিটির সঙ্গে পর্যালোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে পুজোর গাইড ম্যাপ প্রকাশ

police officers team | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব বলেন, “আমরা জেলার সমগ্র এলাকায় যেখানে বড় পুজো গুলি হয় সেই সব এলাকাসহ পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করছি, হাইকোর্টের নির্দেশ অনুসারে করোনা আবহে কী কী পদক্ষেপ নিয়েছে পুজো কমিটি গুলি সেই বিষয় খতিয়ে দেখছি, পাশাপাশি দমকল বিভাগের বিভিন্ন নির্দেশ মেনে চলছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছি আমরা।” এলাকার দর্শনার্থীদেরও সচেতন করলেন তিনি, তিনি বলেন অবশ্যই বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরিধান করতে হবে। এক কথায় বলা যেতে পারে করোনার আবহে দুর্গাপুজোকে ঘিরে কার্যত তৎপর যে পুলিশ প্রশাসন সেটা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here