২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য

0
143

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আদালতে মুখ পুড়ল রাজ্যের। শুক্রবার মালদহ, উত্তর ২৪ পরগণার ২০০৯-এর সফল কর্মপ্রার্থীদের তালিকা ১৫ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর নিয়োগ প্রক্রিয়াও ১৫ দিনের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

kolkata court | newsfront.co
ফাইল চিত্র

এই নির্দেশে উল্লেখ রয়েছে, উত্তর ২৪ পরগনার ও মালদহ যথাক্রমে ২৬০০ এবং ১৩৩১টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে। যদি বর্তমানে শূন্যপদ না থাকে তাহলে শূন্যপদ তৈরি করেই নিয়োগ প্রক্রিয়ার কাজ চলবে।

গত ২৩ ডিসেম্বর ১৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক বোর্ড। সেই বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চেয়ে মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী ৪ জানুয়ারি সেই মামলারই শুনানি হবে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে বিজেপির জনসভায় বিশৃঙ্খলা, মাইক হাতে পরিস্থিতি সামাল শুভেন্দুর

উল্লেখ্য, ২০০৯ সালে বাম সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল। সেই মতো পরীক্ষাও হয়। এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হলেও চারটি জেলা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও মালদহে নিয়োগ হয়নি। পরে ২০১২ সালে তৃণমূল সরকারের আমলে নতুন করে পরীক্ষার মাধ্যমে হাওড়া জেলার প্রাথমিকে নিয়োগ হয়। কিন্তু, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও মালদহে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছিল। ২০১৭ সালে এই তিন জেলার প্রার্থীরা একটি মামলা করেন হাইকোর্টে। দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের পৃথক মামলা করলেও উত্তর ২৪ পরগনা ও মালদার প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। সেই মামলারই রায় বেরোল শুক্রবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here