পুজো অনুদানের প্রত্যেক খরচের হিসেব দিতে হবে রাজ্যকেঃ হাইকোর্ট

0
59

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুজো কমিটিগুলিকে রাজ্য সরকার যে অনুদান দিয়েছে, তা মোটেই বিনোদনের জন্য নয় বরং টাকা খরচের পূর্ণাঙ্গ হিসেব রাজ্য সরকারকে হলফনামা আকারে জমা দিতে হবে। এমনকি পুজো কমিটিগুলি কোন খাতে কি খরচ করবে, এ দিন তার হিসেবও বেঁধে দিল হাইকোর্ট।

kolkata high court | newsfront.co
ফাইল চিত্র

আদালতের নির্দেশ, সাব ডিভিশন অফিসারদের অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেট (ভাউচার-সহ কোন খাতে খরচ) জমা দিতে হবে পুজো কমিটিকে।অনুদানের ২৫ শতাংশ ব্যয় করতে হবে পুলিশের মাধ্যমে জনসংযোগের কাজে। বাকি ৭৫ শতাংশ টাকায় কিনতে হবে স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি-সহ আরও একাধিক জিনিসপত্র। তবে সব ক্ষেত্রেই রাখতে হবে রসিদ।

আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার যুবক

পুজো কমিটিগুলি যাতে অন্যত্র খরচ না করে, সে জন্য ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তাদের জানিয়ে দিতে হবে, কোন খাতে কত টাকা খরচ করা যাবে। এর পাশাপাশি খরচের ভাউচারও রাখতে হবে।

পুজোয় অনুদান দেওয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন সিটু নেতা সৌরভ দত্ত।এ দিন সেই মামলার রায়ে আদালত স্পষ্ট বলে দিয়েছে, কোনও পুজো কমিটি ওই টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। আদালত বলেছে, সরকারি টাকা বিনোদনে খরচ করা যায় না। পুজো কমিটিগুলিকে বিল-ভাউচার সহ হিসেব দিতে হবে স্থানীয় পুলি়শকে। পুলিশ সেই হিসেব দেবে সরকারকে। তারপর পুজোর পর হিসেব সংক্রান্ত রিপোর্ট হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে রাজ্য সরকারকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here