নন্দীগ্রাম মামলায় শুভেন্দু সহ নির্বাচনী আধিকারিকদের নোটিশ হাইকোর্টের, সংরক্ষণ করতে হবে নথিও

0
111

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নন্দীগ্রাম মামলার বুধবারের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পিটিশন বৈধ বলে জানায় হাইকোর্ট। এবার শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট।

Mamata Suvendu
মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী

পাশাপাশি নন্দীগ্রামের রিটার্নিং অফিসার ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অধিকারিককেও নোটিশ দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে ইভিএম, নথি, ভিডিয়ো রেকর্ডিং-সহ নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণের। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ অগাস্ট।

গত ২ মে রাজ্যে বিধানসভা ভোটের ফল গণনার শুরুতে নন্দীগ্রামে এগিয়ে ছিলেন শুভেন্দু, পরে বেশ কয়েকটি রাউন্ডে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ষোড়শ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন মমতা।

আরও পড়ুনঃ বাংলায় দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার কমিশনে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিদল

প্রাথমিকভাবে সংবাদসংস্থা এএনআই জানায়, ১,২০০ ভোট জিতেছেন মমতা। কিন্তু পরে বিজেপির তরফে দাবি করা হয়, শুভেন্দু জিতেছেন। এ নিয়ে ব্যাপক টাল বাহানার পরে প্রায় মাঝরাতে নির্বাচন কমিশন জয়ী ঘোষণা করে শুভেন্দু অধিকারীকে। তৃণমূল কংগ্রেস এরপর নন্দীগ্রামে পুনর্গণনার আর্জি জানালে তা নাকচ করে দেয় কমিশন। তারপরেই নন্দীগ্রামের নির্বাচনী ফল কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃতীয় ঢেউয়ের আগে করোনা বিধি মানার অনীহা উদ্বেগ বাড়াচ্ছেঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নন্দীগ্রাম মামলা প্রথমে ছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। কিন্তু আইনজীবী থাকাকালীন বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছেন এই অভিযোগে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী, আদালতে তা গ্রাহ্য হয়নি।

গত সপ্তাহে এই মামলা থেকে নিজেই সরে যান বিচারপতি চন্দ এবং বিচারব্যবস্থাকে কলুষিত করার দায়ে মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি। নির্দেশে বলা হয়,ওই টাকা রাজ্য বার কাউন্সিলকে দেওয়া হবে যা পরবর্তী সময়ে করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে। মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, এই জরিমানার নির্দেশকেও চ্যালেঞ্জ করবেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here