নভেম্বরে না জানুয়ারিতে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টুইট মুখ্যমন্ত্রীর

0
80

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফাইল চিত্র

পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার উৎসব পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সালের ৮ জানুয়ারি শুরু হবে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, প্রতি বছর সাধারণত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিগত বছরে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল ৮ থেকে ১৫ নভেম্বর। সেই অনুযায়ী এই বছরও নভেম্বরের শুরুতেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জেরে এই বছর না করে আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here