নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার উৎসব পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সালের ৮ জানুয়ারি শুরু হবে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
After receiving global film fraternity's consent, I hereby inform all stakeholders of Kolkata International Film Festival & cine lovers that our festival has been rescheduled, given the current circumstances. It will now be held from Jan 8-15, 2021. Let the preparations begin!
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2020
উল্লেখ্য, প্রতি বছর সাধারণত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিগত বছরে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল ৮ থেকে ১৫ নভেম্বর। সেই অনুযায়ী এই বছরও নভেম্বরের শুরুতেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জেরে এই বছর না করে আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584