অনলাইনে শুরু হতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২০’

0
94

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Shortfilm festival2020 | newsfront.co

শুরু হতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র উৎসব ২০২০’। ১৮ থেকে ২০ ডিসেম্বর অবধি চলবে এই উৎসব। উৎসবকে কেন্দ্রে রেখে কলকাতায় অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন।

Kamaleshwar Mukherjee | newsfront.co

হাজির ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, ফেস্টিভ্যাল ডিরেক্টর শুভঙ্কর ব্যানার্জি, ফেস্টিভ্যালের প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Actor actress | newsfront.co

উৎসবটি অনুষ্ঠিত হবে অনলাইনে। দেখানো হবে ৪৭ টি দেশের ৯৬ টি ছবি৷ মিশরের মোরাদ মোস্তাফার ‘হ্যানেট ওয়ার্ড’, জেডজিন তেরজিখির ‘সেলুন’, আফগানিস্তানের ডায়ানা সাকিব জামালের ছবি ‘রোকাইয়া’ রয়েছে তালিকায়।

আরও পড়ুনঃ সামনে এল সাসপেন্সে মোড়া মাইথোলজিক্যাল থ্রিলার ‘বহুরানি’র পোস্টার

Kolkata Shortfilm festival | newsfront.co

সদ্য প্র‍য়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে একটি পুরস্কারও প্রদান করা হবে৷ চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও অনলাইনে এই উৎসবকে কেন্দ্রে রেখে নেওয়া হয় সিরিজ মাস্টার ক্লাস।

আরও পড়ুনঃ স্বদেশ প্রেমের গানে বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা ইমনের

পুরস্কার প্রদানের বিভাগগুলি হল- বেস্ট শর্ট ফিকশন-ন্যাশনাল, বেস্ট শর্ট ফিকশন-ইন্টারন্যাশনাল, বেস্ট শর্ট অ্যানিমেশনস, বেস্ট এক্সপেরিমেন্টাল শর্টস, বেস্ট ডকুমেন্টরি শর্টস, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টিং, বেস্ট এডিটিং, বেস্ট সাউন্ড ডিজাইনিং, বেস্ট সিনেমাটোগ্রাফি। ‘ইন্ডিপেনডেন্ট ফিল্ম সোসাইটি’র ওয়েবসাইটে পাড়ি দিয়ে যে কেউ দেখতে পারবেন এই চলচ্চিত্র উৎসব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here