নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশের ১৯ টি বড় শহরের মধ্যে সবথেকে নিরাপদ কলকাতা। মঙ্গলবার এমনই তথ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)র রিপোর্টে। গত বছরের রিপোর্টে পশ্চিমবঙ্গের অপরাধের পরিসংখ্যান প্রকাশিত হয়নি। এনসিআরবি জানিয়েছিল সময়মত তথ্য না পাওয়ায় তা রিপোর্টে প্রকাশ করা যায়নি।
মঙ্গলবার প্রকাশিত ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০২০’ বা এনসিআরবির (NCRB) রিপোর্টে দেখা গিয়েছে দেশের অন্যান্য শহরে ২০১৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অপরাধের সংখ্যা বেড়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে তা অনেকটাই কমে গিয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, ২০২০ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫ টি, দিল্লিতে ১৬০৮.৬ , আহমেদাবাদে ১৩০০, সুরাতে ১৩০০ , চেন্নাইয়ে ১৯৩৭.১ ও মুম্বাইয়ে ৩১৮.৬ টি।
আরও পড়ুনঃ লোকাল ট্রেন নিয়ে মুখে কুলুপ রাজ্যের, বিধিনিষেধ বাড়ল আরো অন্তত ১৫ দিন
অন্যদিকে, আইপিসি লাগু হওয়া অপরাধের সংখ্যা কলকাতায় ১০৯.৯ টি, দিল্লিতে ১৫০৬. ৯ টি, মুম্বাইয়ে ২৭২.৪ টি, চেন্নাইয়ে ১০১৬.৪ টি, লখনউয়ে ৫০০.৩ টি, সুরাতে ৭৩৭.৭টি ও আহমেদাবাদে ৯৬৬.৫ টি। ২০১৮ সালে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৮২, ২০১৯-এ এই সংখ্যা হয় ১৭ হাজার ৩২৪ টি। আবার ২০২০ সালে অপরাধের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৭-এ।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ৪ রাজ্যকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
মহিলাদের উপর হওয়া অপরাধের সংখ্যাও কলকাতায় অনেক কম। গত বছর কলকাতায় পণের বলি হয়েছিলেন ন’জন। সেখানে দিল্লিতে এই সংখ্যা ১১১। এ ছাড়়াও লখনউয়ে পণের বলি ৪৮। কানপুরে ৩০। গত বছর কলকাতায় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ৩০৪ জন। এই সংখ্যা দিল্লিতে ১ হাজার ৮০৫, মুম্বইয়ে ১ হাজার ৫০৯টি। কলকাতায় যে অপরাধের হার কমেছে, এনসিআরবি রিপোর্টের এই তথ্য পেয়ে আনন্দিত কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584