“করোনা”, সংবাদ মাধ্যমেও ওয়ার্ক ফ্রম হোম পরিষেবা প্রেস ক্লাবের

0
60

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কলকাতায় সংবাদ মাধ্যমের কিছু অংশে শুরু হয়ে গেল ‘বাড়ি থেকে কাজ করো তথা (ওয়ার্ক ফ্রম হোম) পদ্ধতি। তথ্যপ্রযুক্তি ও অন্য কিছু ক্ষেত্রের মতো কলকাতার বেশকিছু সংবাদ মাধ্যমেও করোনা ঠেকাতে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

kolkata journalist working from home | newsfront.co
ছবিঃ প্রতীকী

এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা প্রেস ক্লাব।মঙ্গলবার থেকে প্রেস ক্লাবে সংবাদমাধ্যমের কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দেওয়া হচ্ছে। করোনার কামড় যতই তীব্র হচ্ছে, দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠান নিজেদের কর্মীদের জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করছে।

আরও পড়ুনঃ মাস্ক ও স‍্যানিটাইজারের কালো বাজারি রুখতে অভিযান পুলিশের

জানা গেছে, যেসব সংবাদ সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে অথচ বাড়িতে উপযুক্ত পরিবেশ নেই, তাদের প্রেসক্লাব থেকে খবর সংগ্রহ ও খবর পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে।

ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর জানিয়েছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের দফতর সংবাদকর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে, আমরা সংবাদকর্মীদের ক্লাবের লনে বসার জন্য টেবিল চেয়ার ছাতার ব্যবস্থা করে দিয়েছি। ক্লাবের ভেতরে তাঁদের জন্য কম্পিউটার এবং পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here