নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ ভয়াবহ আকার ধারন করছে করোনা। রাশ টেনে ধরতে আজ ভারতীয় রেল বাতিল করেছে রাজধানী, দুরন্ত, শতাব্দী সহ ২৮টি এক্সপ্রেস। এবার বাতিল হল কলকাতা-লালগোলা এক্সপ্রেস।
মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন, করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কলকাতা-লালগোলা ‘ধন ধান্যে এক্সপ্রেস’।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বৃদ্ধা মা, প্রাণের ভয়ে ফেলে পালাল ছেলে
এর আগে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মিলিয়ে মোট ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। মারণ এই ভাইরাস থাবা বসিয়েছে ভারতীয় রেলেও। সংক্রমিত রেলকর্মী থেকে ট্রেনের চালক, পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। বাতিল হচ্ছে লোকাল, স্পেশাল অনেক ট্রেনই। আর এই বন্ধের জেরে ভোগান্তির শিকার রেলযাত্রিরা।
উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮হাজার ৪৩১জন, মৃত্যু হয়েছে ১১৭জনের। আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯লক্ষ ৩৫হাজার ০৬৬জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584