মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
করোনার দ্বিতীয় ঢেউের স্রোত কমতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা। ফলে গণপরিবহণে ভিড় বাড়ছে। তাই সবদিক চিন্তাভাবনা করেই যাত্রীদের সুবিধার জন্য সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। বাড়ানো হল পরিষেবার সময়ও। শনিবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৬ জুলাই সোমবার থেকে ১২টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। শুধু তাই নয়, সোমবার থেকে সকাল ৮টার পরিবর্তে সকাল সাড়ে ৭টা থেকে চালু হবে পরিষেবা। তবে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো মিলবে রাত ৮টাতেই।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো পরিষেবা মিলবে সকাল ৭.৩০ টায়, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ারও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭.৩০টায়। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.৩০টায় এবং দমদম থেকে কবি সুভাষ রুটের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭.৩০টায়। শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিতই রইল আপাতত। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো পরিষেবা মিলবে সন্ধে ৭.৪৮ টায়। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি শেষ পরিষেবা পাওয়া যাবে সন্ধে ৮ টায়।
আরও পড়ুনঃ ২৬ জুলাই থেকে করোনা টিকাকরণে টোকেনের ব্যবস্থা শুরু করতে চলেছে কলকাতা পুরসভা
শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা ৩০ মিনিট এবং ৩ টে ৩০ মিনিট থেকে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত মিলবে পরিষেবা। এই সময়ে চলবে মোট ১০৪টি মেট্রো। এক্ষেত্রে অবশ্য শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন। রবিবার অবশ্য আপাতত বন্ধই রাখা হচ্ছে মেট্রো। তবে এখনই টোকেন পরিষেবা নয়। আপাতত কার্ড ব্যবহার করেই যাত্রীদের চড়তে হবে মেট্রোয়।
আরও পড়ুনঃ ICSE, ISC ফল প্রকাশ, পাশের হার যথাক্রমে ৯৯.৯৮%, ৯৯.৭৬%; প্রকাশ করা হলো না মেধাতালিকা
এতদিন পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে ২০৮ টি মেট্রো চলছিল। এবার থেকে তা বাড়িয়ে সোম থেকে শুক্রবার ২২০টি মেট্রো চালানো হবে। তবে এর মধ্যে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে মোট ১৫০টি মেট্রো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584