বর্ষবরণের রাতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

0
34

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বর্ষবরণের রাতে শহরবাসী যাতে আনন্দ করে ধীরে সুস্থে বাড়ি ফিরতে পারে, সেজন্য মেট্রো পরিষেবার সময়সীমা ১ ঘণ্টা বাড়াল কলকাতা মেট্রো।

kolkata metro railway | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইন্ডিয়া টুডে

কাজের দিনে সাধারণত কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষবরণের রাতে এই পরিষেবা ৫০ মিনিট বাড়িয়ে রাত ১০টা ৪৫ মিনিটে করা হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ি বানাতে লাগবে না কোনও ‘প্ল্যান’, নতুন নিয়ম কলকাতা পুরসভার

বছরের শেষদিনে পার্ক্সট্রিট, ধর্মতলা এই এলাকাগুলিতে উপচে পড়া ভিড় হয়। অন্যান্য দিনের তুলনায় মানুষ একটু বেশি সময়েই বাইরে থাকেন এই দিনে। তাই বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয় এবং বাস ও চারচাকা পরিষেবাগুলির জন্য যানজটের সৃষ্টি না হয়, সেজন্য মেট্রোর সময়সীমা ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিন যেখানে ২৮৮টি ট্রেন চালানো হয়, ৩১ ডিসেম্বর সেখানে ২৯৬টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১২৫টি ট্রেন নোয়াপাড়া-কবি সুভাষের মধ্যে যাতায়াত করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here