শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আনলক করে নিয়ম অনুযায়ী অন্যান্য রাজ্যে মেট্রো চালু হলেও পশ্চিমবঙ্গে মেট্রো চালু হতে এখনও দিন পাঁচেক বাকি। তার মধ্যে যাত্রীরা কিভাবে মেট্রোয় চলবেন তাদের কিভাবে আচরণ করতে হবে তার বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা প্রয়োজনে দ্রুত পৌঁছে থেকে মেট্রো সফরের সময় যাতে কোনোভাবেই সংক্রামিত না হয়ে পড়েন তার জন্য মেট্রো কর্মী থেকে যাত্রীদের জন্য আদর্শ আচরণবিধি প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর।
এটাও বলে দেওয়া হয়েছে কোনও ভাবে এই আদর্শ আচরণবিধি না মারলে প্রয়োজনে মেট্রো কর্মী বা যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কি কি নিয়ম মানতে হবে স্টেশন ও ট্রেনে? যাত্রীদের জন্য নিয়মগুলি হল,
১) প্রতিটি স্টেশন কীটনাশক দিয়ে স্যানিটাইজ করে রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।মেট্রো স্টেশনগুলিতে স্যানিটাইজার ডিস্পেনসর থাকবে। তা দিয়ে হাত জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক।
২) ওয়াশরুম, এসক্যালেটর, বুকিং কাউন্টার, দেওয়ালসহ যে সব জায়গায় বেশি হাত পড়ে, সেগুলি ঘন ঘন স্যানিটাইজ করতে হবে।
৩) লিফট, এসক্যালেটর, সিঁড়ি বারবার স্যানিটাইজ করতে হবে। যাত্রীদের হাত দিতে নিষেধ করা হয়েছে।
৪) বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ছ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনের কাজ, জরুরি ঘোষণা কমিশনের
৫) ক্রমাগত কিছু সময় অন্তর অন্তর কোভিড সুরক্ষায় স্টেশনে সচেতনতামূলক বার্তা বারবার ঘোষণা করতে হবে।
৬) করোনার সুরক্ষায় কী করা যাবে আর কী যাবে না, তার ছোট ভিডিয়ো ক্লিপ স্টেশনের ডিসপ্লে-তে দেখাতে হবে।
৭) অ্যাপ থেকে ই-পাস নিতে হবে। ই-পাসের বৈধতা থাকবে এক ঘণ্টা। ই-পাসের ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে অ্যাডভান্স বুকিংয়ের সুবিধা থাকবে। এটি শুধুমাত্র যাত্রীদের লাগবে, কর্মীদের নয়।
৮) যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে।
৯) স্টেশনে ঢোকার মুখে থার্মাল চেকিং হবে। জ্বর, গলা ব্যথা, ঠাণ্ডা লাগার সমস্যা থাকলে স্টেশনে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুনঃ পুজোর আগেই সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই
১০) সর্বাধিক তিনজন যাত্রী একই সময়ে লিফট ব্যবহার করতে পারবেন।
১১) স্টেশন চত্বরে থুতু বা পানের পিক ফেললে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
১২) ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে কোনওভাবেই হুড়োহুড়ি করা যাবে না
কর্মীদের জন্য নিয়মগুলি হল,
১) কাজের মাঝে মাঝে হাত সাবান দিয়ে বারবার ধুতে হবে। সব সময় হাত ধোয়া সম্ভব না হলে স্যানিটাইজ করতে হবে।
২) ফেস মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। খালি হাতে কোনওভাবেই নাক, মুখ ছোঁয়া যাবে না।
আরও পড়ুনঃ সহকর্মী কোভিড পজিটিভ, গৃহবন্দি সুজন চক্রবর্তী
৩) হাউজ কিপিং স্টাফদের শীঘ্রই টুপি ও অ্যাপ্রন দেওয়া হবে। সেটা পরেই তাদের কাজ করতে হবে।
৪) প্রত্যেক কর্মীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে।
৫) স্টেশন চত্বরে বা বাইরে কোথাও যাতে ভিড় না হয় তার জন্য যৌথভাবে নজরদারি চালাতে হবে আরপিএফ ও কলকাতা পুলিশকে। ই-পাস নিয়ে এসেও কেউ বহুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইলেন, সেটা যেন না হয়।
৬) মেট্রো রেলে ঠিকাদারের অধীনে কাজ করা কর্মীদের স্টেশনে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা সার্টিফিকেট দেখাতে হব্।
ট্রেনে যে সব নিয়ম পালন করা হবে-
১) x লেখা সিটগুলিতে যাত্রীরা বসতে পারবেন না।
২) কনটেনমেন্ট জোনে স্টেশন বন্ধ থাকবে।
৩) সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ট্রেন। শেষ ট্রেন নির্ধারিত স্টেশন থেকে সন্ধ্যে সাতটায় রওনা দেবে।
৪) সব ট্রেন সব স্টেশনে দাঁড়াবে।
৫) আগে স্টেশনে ট্রেন দাঁড়াত ২০ সেকেন্ড। এবার থেকে দাঁড়াবে ৩০ সেকেন্ড। কোভিদ সুরক্ষায় যাত্রী এবং কর্মীদের উভয়কেই চূড়ান্ত সর্তকতা রাখতে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584