ফের বাড়ছে মেট্রোর সংখ্যা, পড়ুয়াদের সুবিধার্থে চলবে সকাল ৭ টা থেকে

0
69

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যে ১৬ নভেম্বর থেকে খুলতে চলেছে স্কুল-কলেজ। স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে আজ মান্যতা দিয়েছে হাইকোর্টও। এবার সকালে পড়ুয়াদের স্কুল-কলেজে পৌঁছতে যাতে অসুবিধা না হয়, সেই কথা ভেবে মেট্রোর সময় ও সংখ্যা পরিবর্তন করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

kolkata metro

মেট্রো কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, ১৫ নভেম্বর, সোমবার থেকে ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৭টার বদলে ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। এবার কেবল অত্যাবশ্যকীয় পণ্যই নয়, সপ্তাহান্তে সকল যাত্রীর জন্যই চালু হল মেট্রো পরিষেবা। তবে এখনও স্মার্ট কার্ডেই করতে হবে মেট্রো সফর।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়, শেষ মেট্রো ৯ টা ১৮মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৭ টা এবং শেষ মেট্রো ৯ টা ৩০ মিনিটে। অপরদিকে দমদম থেকে প্রথম মেট্রো সকাল ৭ টা, শেষ মেট্রো রাত ৯ টা ৩০ মিনিটে। যদিও রবিবার মেট্রো পরিষেবা অপরিবর্তিতই থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ১৬ নভেম্বর স্কুল খোলা নিয়ে কাটল আইনি জট, রাজ্যের সিদ্ধান্তেই সায় হাইকোর্টের

সোম থেকে শুক্র ২৬৬ টি মেট্রোর পরিবর্তে চলবে ২৭২টি মেট্রো অর্থাৎ ১৩৬টি আপ এবং ১৩৬টি ডাউনে। তবে শনিবার মেট্রো ২১৪ থেকে বাড়িয়ে ২২০ করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here