টিকা নেওয়ার খুঁটিনাটি অনলাইনেই জানতে পারবেন পুরকর্মীরা

0
72

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কে, কবে, কোথায় করোনার টিকা নেবেন, সেই তথ্য পুরকর্মীরা নিজেরাই অনলাইনে জানতে পারবেন। স্বাস্থ্যভবনের নির্দিষ্ট ওয়েবসাইটে সেই তথ্য আপলোড হবে বলেই খবর কলকাতা পুরসভা সূত্রে।

kolkata municipality | newsfront.co
ফাইল চিত্র

আইসিএমআরআই তথা রাজ্য স্বাস্থ্যভবনের নির্দেশিকা মেনে শহরের বিভিন্ন পুর স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের পদ্ধতি নিয়ে গতকাল, বৃহস্পতিবার বিশেষ বৈঠক হয় কলকাতা পুরসভায়। সেখানে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ প্রত্যেক স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা তৈরির কাজ যাতে সঠিকভাবে হয়, আধিকারিকদের সেই নির্দেশ দিয়েছেন। বৈঠকে বলা হয়েছে, প্রথম ধাপে কোনও ফ্রন্টলাইন ওয়ার্কার যেন টিকাকরণের তালিকা থেকে বাদ না পড়েন, সেই বিষয়ে বিশেষ নজর রাখতে হবে।

কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মী এবং জঞ্জাল সাফাইকর্মী সহ প্রথম সারির প্রায় ২২ হাজার কর্মী রয়েছেন। প্রাথমিক পর্যায়ে তাঁদের টিকাকরণ হবে। অতীন ঘোষ জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের নামের সেই তালিকা স্বাস্থ্যভবনের ওয়েবসাইটে আপলোড করা হবে। কে, কোথায়, কখন টিকা নেবেন, তা ওই ওয়েবসাইট থেকেই জানতে পারবেন তাঁরা। সেই সঙ্গে ওই ব্যক্তিকে ফোন করে বা এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। আগামী ১০-১২ জানুয়ারির মধ্যেই তালিকা জমা করতে বলা হয়েছে। পরবর্তী পর্যায়ে শুরু হবে কলকাতা পুর এলাকায় করোনা টিকাকরণের মহড়া। আজ, শুক্রবার কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে সেই মহড়া হবে।

আরও পড়ুনঃ বহরমপুরে ‘বাংলা মোদের গর্ব মেলার’ সূচনা

কীভাবে করোনা টিকা দেওয়া হবে, কী পদ্ধতিতে রেজিস্ট্রেশন হবে, সবকিছুরই ‘মক টেস্ট’ চলবে। নিয়ম অনুযায়ী, টিকা নেওয়ার পর অন্তত আধঘন্টা তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে বিশ্রাম নিতে হবে। তারপর দিন পনের তাঁর নজরদারি চালাবে পুরসভা। প্রতিদিন ফোন করে খবরাখবর নেবেন পুর স্বাস্থ্যকর্মীরা। যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে সবরকম চিকিৎসার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here