কলকাতা পুর এলাকায় নির্মাণে মিলবে ছাড়পত্র

0
47

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুরসভার স্বাভাবিক কাজকর্ম আর দীর্ঘদিন ধরে আটকে রাখতে চাইছেন না বিশেষ প্রশাসকমণ্ডলী। সিদ্ধান্ত হয়েছে, কলকাতার কনটেনমেন্ট এলাকার বাইরে সামাজিক দূরত্ব মেনে এবার নির্মাণকাজে অনুমতি দেবে পুরসভা। তার জন্য আবেদন করতে হবে অনলাইনে অথবা অ্যাপে। এর জন্য একটি বিশেষ অ্যাপও আনা হচ্ছে। এতে কাজ ফিরে পাবেন প্রোমোটার, ঠিকাদার থেকে কয়েক হাজার নির্মাণ শ্রমিক।

Building | newsfront.co

এই সুবিধা পেতে নাগরিকদের অনলাইনে বা অ্যাপে আবেদনপত্র পূরণ করতে হবে। কোন ওয়ার্ডে কোন এলাকায় তাঁর সম্পত্তি রয়েছে তার বিস্তারিত, মালিকের নাম, আয়াসেসি নম্বর, মালিকের মোবাইল নম্বর, কত মজুর কাজ করবেন, আনুমানিক সময়সীমা আবেদন পত্রে উল্লেখ করতে হবে। পুরনিগমের আয়ের উৎস ফের চালু করতেই ফের নির্মাণ কাজ চালুর অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

আরও পড়ুনঃ খাদ্যসাথী-ই যথেষ্ট, ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পে নেই বাংলাঃ জ্যোতিপ্রিয়

construction | newsfront.co

তবে এই নির্দেশের সঙ্গে এটাও উল্লেখ করা হয়েছে, যদি কোনও শ্রমিক অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে পুরসভার সংশ্লিষ্ট আধিকারিককে তৎক্ষণাৎ তা জানাতে হবে। প্রয়োজনে পুরসভা সেই কাজ ফের বন্ধ করে দিতে পারে। আর তথ্য চেপে গেলে অথবা অন্য কোন সূত্র মারফত পুরসভা জানতে পারলে সংশ্লিষ্ট কাজের অনুমতি এবং সঙ্গে যুক্ত প্রোমোটার ঠিকাদারদের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here