শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে রাজ্যে পৌঁছে গেল ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন।পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে কলকাতার নাইসেডে আনা হয়েছে ১ হাজার টিকা। জানা গিয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হবে কলকাতার প্রাক্তন মহানাগরিক প্রথা পুরপ্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিমকে। একইসঙ্গে জানা গিয়েছে রাজ্যে বাড়ানো হচ্ছে প্রায় ১৫০ টি কোভিড সেন্টার।
নাইসেড সূত্রে খবর, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায়। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই কো-ভ্যাকসিন। এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে।
নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেন, দেশে ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে আমরাও দায়িত্বপ্রাপ্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু করে দেব।
সপ্তাহ খানেক আগে থেকেই নাইসেডে ক্লিনিক্যাল ট্রায়ালের খবর প্রকাশ্যে আসতেই স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আমাদের কাছে মুহূর্মুহূ ফোন আসতে শুরু করেছে।
আরও পড়ুনঃ টাকা চেয়ে প্রাক্তন পরিচারিকার লাগাতার হুমকি ফোন,পুলিশের দ্বারস্থ মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান
কিভাবে স্বেচ্ছাসেবক হওয়া যাবে সেই পদ্ধতি বলে দেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। তিনি বলেন, প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। যাঁরা ফোনে যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে। স্বাভাবিকভাবেই কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।
যেমন একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে। কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না। অন্তঃসত্ত্বারাও স্বেচ্ছাসেবক হতে পারবেন না। তবে ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে। একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না।
প্রয়োজন হলে যাতে তাকে ফের পরীক্ষা করা যায় সেজন্যই এই ব্যবস্থা।
আরও পড়ুনঃ বিশ্বে প্রথম, মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে স্কটল্যান্ড সরকার
নাইসেড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে। গোটা প্রক্রিয়া শেষ করতে ২১-এর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ হয়ে যাবে।
নাইসেডের তরফ থেকে ববি হাকিম কে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার মানুষের জন্য ‘এটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করব’। বুধবার দুপুর ১টা নাগাদ কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক হয় নাইসেড অধিকর্তা ও আধিকারিকদের।নাইসেড সূত্রের খবর, কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন ফিরহাদ হাকিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584