কলকাতা পুলিশের সঙ্গে যৌথ সমন্বয়ে নাগরিকদের চিকিৎসার পরামর্শ দেবে আইএমএ

0
29

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণ নিয়ে রাজ্য তথা শহর জুড়ে দিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তাতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। কোথায় গেলে সঠিক চিকিৎসা পাবেন বা বাড়িতে থাকতে গেলেও ঠিক কি পরামর্শ মেনে চলতে হবে এরকম একাধিক বিষয়ে দিকভ্রান্ত তারা। তাই এইসব বিভ্রান্তি দূর করতে এবার যৌথভাবে উদ্যোগী হল কলকাতা পুলিশ ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

Tharmal screening | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, কলকাতা পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরামর্শ দেবেন শহরবাসীকে। প্রত্যেক নাগরিক তার এলাকার স্থানীয় থানায় ফোন করলেই সেখান থেকে সরাসরি করোনা সংক্রান্ত সমস্যার পরামর্শ পাবেন।

প্রতিটি থানার এলাকায় নির্দিষ্ট কিছু চিকিৎসক থাকবেন, যেখানে ফোন করলেই মিলবে প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। থানা পিছু কত জন চিকিৎসক পরিষেবার সঙ্গে যুক্ত থাকবেন, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নাম-ফোন নম্বর সহ সেই তালিকা তুলে দিয়েছেন আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেন।

আরও পড়ুনঃ বিএস-৪ গাড়ির রেজিস্ট্রেশনের উপরে জারি করা নিষেধাজ্ঞা তুলে দিল সুপ্রিম কোর্ট

এ প্রসঙ্গে শান্তনু বাবু জানান, “সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে পুরসভার বৈঠক হয়। সেখানে প্রস্তাব দিয়েছিলাম, কোনও আপৎকালীন পরিস্থিতি হলে আমাদের চিকিৎসকেরা উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করবে। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চিকিৎসকেরা নাগরিকদের পাশে রয়েছেন।” এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্ক নাগরিকদের বিশেষ ভাবে নজর রাখতে নির্দেশ দিয়েছেন, বিশেষত সেই কথা মাথায় রেখেই উদ্যোগ বলে জানান শান্তনুবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here