শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একই দিনে পর পর কলকাতা পুলিশে দুটি চমকে দেওয়ার মতো খবর। একদিকে করোনা পজিটিভ রিপোর্ট এল কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার।
তেমনই বহুদিন পরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর গৌতম মাহাতোর। এই নিয়ে ১০ জনের মৃত্যু হল কলকাতা পুলিশে। রাজ্য পুলিশে মৃত্যু হয়েছে ১৫ জনের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই পুলিশ কমিশনারের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছেন।
সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন। ক’দিন ধরে জ্বরও শুরু হয় কলকাতা পুলিশ কমিশনারের। এরপরেই বুধবার তিনি কোভিড পরীক্ষা করালে বৃহস্পতিবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে। খোদ কলকাতা পুলিশ কমিশনারের করোনা পজিটিভ হওয়ায় চিন্তায় পুলিশ মহল।
আরও পড়ুনঃ রাজ্যে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩,১১২, মৃত ৪১, সুস্থ ৩,০৩৫
পুলিশ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন অনুজ শর্মা। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়া ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের তাবড় শীর্ষ আমলা। তবে সেই অনুষ্ঠান হয়েছিল সোশ্যাল ডিসট্যান্সিং মেনে। অনুজ শর্মার করোনা সংক্রমণ ধরা পড়ায় তাঁদের কেউ আইসোলেশনে যাবেন কি না সে ব্যাপারে এখনো কোনও তথ্য মেলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584