শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনায় লকডাউনের জেরে কর্মহারা গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন অনেকেই। এগিয়ে এসেছে বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও। নিজেরা টাকা তুলে সেই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এনজিও সংস্থার অনলাইন ফান্ডেও।
কিন্তু এতেই লুকিয়ে রয়েছে বিপদ। ত্রাণ দেওয়ার নামে সংস্থা খুলে টাকাকড়ি সংগ্রহ করে নিজেরাই সে টাকা লোপাট করে দিচ্ছে ওই সব জালিয়াত সংস্থার সদস্যরা। গত কয়েকদিনে এমন বেশ কিছু অভিযোগ সামনে এসেছে বলে দাবি পুলিশের। তাই এই সব সংস্থাকে দান করার আগে তাদের সম্বন্ধে ভাল করে যাচাই করে নেওয়ার জন্য ট্যুইটারে সতর্ক বার্তা দিলেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় ১২ টি পদে অস্থায়ী চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
সমাজের অনেক গন্যমাণ্যরাই সামাজিক ভাবে বার্তা দিয়েছেন, লকডাউনের সময়ে গরিব অসহায় মানুষগুলোর পাশে আমজনতা যেন একটু থাকেন। সেই উদ্দেশ্য নিয়েই অনেক বেসরকারি এনজিও সংস্থা এগিয়ে এসেছে চাঁদা তুলে গরিব মানুষদের পাশে দাঁড়াতে। এদের পিছু পিছু হাজির হয়েছে কিছু জালিয়াত সংস্থাও।
এরা সাধারন মানুষের কাছ থেকে টাকা তুলে ত্রাণ দেওয়ার নাম করে নিজেরাই তা হাপিশ করে দিচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি দান করতে ইচ্ছুক, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাপিস হয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা। সেই কারণেই এবার সাধারন মানুষকে সতর্ক করার জন্য মুখ খুললেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।
অনুজ শর্মা জানান, ‘করোনা মোকাবিলায় অনলাইনে দান করার সময়ও সতর্ক থাকুন। সব দিক যাচাই করে তবেই পাঠান টাকা। কোনও ইমেল, এসএমএস বা ফোন কলের মাধ্যমে ব্যাংক বা এটিএম-এর তথ্য চাইলে কোনওভাবেই তা দেবেন না। দানের জন্য কোনও লিংক বা ই ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠানোর কথা যদি কেউ বলে তাহলে তা আগেভাগে যাচাই করে নেবেন। কোনও প্ররোচনায় পা দিয়ে কেউ যেন অ্যাপ ডাউনলোড না করেন।
অচেনা কেউ কোনও ছবি অথবা লিংক ফরোয়ার্ড করলেও তা এড়িয়ে চলুন। যে মোবাইল থেকে টাকা পাঠানো হচ্ছে, সেই মোবাইলে যেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে। এমন কোনও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যা একটু অন্য রকমের।’ এই বার্তার পাশাপাশি কলকাতার সব থানার ওসি ও লালবাজারের কর্তাদের এই বিষয়ে নজর রাখতে বলেছেন কমিশনার। কেউ জালিয়াতদের খপ্পরে পড়লেই দ্রুত পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584