মোহনা বিশ্বাস, কলকাতাঃ
এবার ময়দানে ঝটিকা সফরে গেলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কয়েকদিন আগেই ময়দানে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন এক প্রাতঃভ্রমণকারী। ছিনতাইবাজের ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তারপর থেকেই আরও কড়া পুলিশ। ময়দান এলাকার পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ রবিবার সকালে আচমকা চলে যান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ও ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।
প্রসঙ্গত, গত বুধবার ময়দানে প্রাতঃভ্রমণে এসেছিলেন বড়বাজারের বছর পঁচিশের যুবক হরগোবিন্দ ব্যাস। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুয়ায়ী, এক ব্যক্তি স্কুটিতে পিছন থেকে আসেন। অতর্কিতে হরগোবিন্দের ওপর ছুরি দিয়ে হামলা চালান। তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত হয়ে হরগোবিন্দ মাটিতে পড়ে গেলে, তাঁর কাছে থাকা মোবাইল, টাকা, সোনার চেন নিয়ে চম্পট দেন স্কুটিচালক।
এই ঘটনায় ময়দান চত্বরে এখনও আতঙ্ক রয়েছে। অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের মধ্যে আজও আতঙ্কের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সকালে ময়দানের ছবিটা ছিল একেবারে আলাদা। ছিনতাইয়ের ঘটনার পর আজ পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ময়দান অঞ্চলে। চলছে পুলিশি টহলদারিও।
আরও পড়ুনঃ প্রস্তুত থাকতে হবে উপনির্বাচনের জন্য, ৬ জেলায় চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের
প্রাতঃভ্রমণকারীদের বক্তব্য, সাতসকালে এভাবে ছিনতাই আর হামলা হবে তা বুঝতেই পারেননি তাঁরা। ঘটনায় তাঁরা এখনও আতঙ্কিত। অনেকেই বুধবারের ঘটনার রেশ আজও কাটিয়ে উঠতে পারেননি। অনেকে হাঁটতেই আসছেন না।
আরও পড়ুনঃ কম্পিউটারের প্রোগ্রামিং পাল্টে ৩৬ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১
প্রাতঃভ্রমণকারীরা বলছেন, তাঁদের নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা হোক। রবীন্দ্র সরোবরে পুলিশি নিরাপত্তা কিছুটা থাকে প্রয়োজনে আরও বাড়ানোর কথা ভাবতে হবে প্রশাসনকে। রবিবার সকালে পুলিশ কমিশনার প্রাতঃভ্রমণকারীদের এই কথা শোনার পর তিনি আশ্বস্ত করেন নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে এখানে টহলরত পুলিশকে জানান। ময়দানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশি টহলদারিও বাড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584