শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনেও ওয়ান টাইম সেটেলমেন্ট বাবদ বকেয়া গাড়ির জরিমানায় ১৫ লক্ষ টাকা সংগ্রহ করল কলকাতা পুলিশ। ১ মার্চ থেকে কলকাতা পুলিশ গাড়ির বকেয়া জরিমানা তুলছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। বিশেষ স্কিম অনুযায়ী ওয়ানটাইম সেটেলমেন্টের মাধ্যমে ৫০ শতাংশ দিলেই বাকিটা মুকুব করার কথা ঘোষণা করেছিল লালবাজার। আর তাতে বিপুল সাড়াও মিলেছিল।
![kolkata police fines to loan settlement | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/04/kolkata-police-fines-to-loan-settlement-1024x512.jpg)
প্রসঙ্গত, ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ৫ কোটি টাকা তুলেছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। তখন অনেকে সশরীরে লালবাজারে গিয়ে টাকাও দিতে পেরেছিলেন।
আরও পড়ুনঃ করোনায় সাহায্য রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবীর
লালবাজার সূত্রের খবর, আর লকডাউনের পরে অনলাইন পেমেন্টই করেছেন বেশিরভাগ মানুষজন। আর তাতেই ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লালবাজার তুলেছে মোট ১৫ লক্ষ টাকা। লকডাউনের মধ্যেই ট্রাফিক সার্জেন্টদের কর্তব্যের জন্য খুশি লালবাজারের কর্তারা।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্তারা মনে করছেন, লকডাউনেও গাড়ির বকেয়া জরিমানা ফোন করে অনলাইনে সংগ্রহ করেছেন ট্রাফিক বিভাগের অফিসাররা।
তবে এখনও পর্যন্ত বহু গাড়ির বকেয়া বাকি আছে। ওয়ান টাইম সেটেলমেন্টে ৫০ শতাংশ ছাড় দিয়ে বাকি বকেয়া তুলতে চাইছে লালবাজার। তবে সূত্রের খবর, বাকি বকেয়া তুলতে এই মুহূর্তে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ খুব কড়াকড়ি করবে না। বরং পরিস্থিতি বিচার করে ওয়ান টাইম সেটেলমেন্ট সুবিধাও আরও একটু বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন কর্তারা বলে লালবাজার সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584