লকডাউনে মানবিক পুলিশ! মধ্যরাতে অন্তঃসত্ত্বাকে নিজেদের গাড়িতে পৌঁছে দিল হাসপাতালে

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাস্তায় বেরোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এবার দেখা গেল পুলিশের মানবিক মুখও। বুধবার রাতে প্রসব যন্ত্রনায় কাতরাতে থাকা অসহায় এক অন্তঃসত্ত্বা মহিলা এবং তাঁর পরিবারকে নিজেদের গাড়িতেই হাসপাতালে পৌঁছে দেন ট্যাংরা থানার পুলিশ অফিসাররা।

kolkata police | newsfront.co
নিজস্ব চিত্র

সূত্রের খবর, জানা গিয়েছে, ইতিশা দাস নামে ওই মহিলার বাড়ি মানিকতলার ক্যানাল সার্কুলার রোডে। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি প্রগতি ময়দান এলাকার দক্ষিণ ট্যাংরা রোডে বাপের বাড়িতে থাকছিলেন। বুধবার রাতে ওই মহিলার আচমকা প্রসব যন্ত্রনা শুরু হয়।

pregnant lady | newsfront.co
পুলিশের সাহায্যে হাসপাতালে অন্তঃসত্ত্বা। নিজস্ব চিত্র

তখন তাঁকে নিয়ে একটি বেসরকারি গাড়িতে আরজিকর হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁর পরিবার। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ জি কে রোড এবং ক্রিস্টোফার রোডের সংযোগস্থলে গাড়ি আচমকাই খারাপ হয়ে যায়। তার ফলে বিপদে পড়ে যান সকলে।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক

সারা দেশের লকডাউন পরিস্থিতিতে এমনিতেই রাস্তায় গাড়ি নেই। কি করবেন, কেউই কিছু ভেবে পাচ্ছিলেন না। তখনই বিষয়টি নজরে আসে কিয়স্কে কর্তব্যরত পুলিশ কনস্টেবলের। তিনি ট্যাংরা থানার ওসি মাশরেক আলিকে খবর দেন।

ওসি সঙ্গে সঙ্গে থানায় কর্তব্যরত সাব ইনস্পেক্টর এস সি কোটালকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পুলিশেরই একটি গাড়ি এনে কয়েক জন মহিলা পুলিশের সাহায্যে ওই মহিলা এবং তাঁর পরিবারের সকলকেই পৌঁছে দেন আরজি কর হাসপাতালে। হাসপাতালের পক্ষ থেকে অবশ্য পরীক্ষা করে বলা হয়েছে, এখনই তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই। পরে তাকে ফের আসতে হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here