শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল এক আরএসএস নেতার বিরুদ্ধে।
২০১৮ সালের ওই মামলায় গ্রেফতার হন অমলেন্দু চট্টোপাধ্যায় নামে এক আরএসএস নেতা। এবার সেই মামলায় রাজ্যের বিজেপি পর্যবেক্ষক শিব প্রকাশকে দিল্লির অশোকা রোডের বাসভবনের ঠিকানায় নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। সাত দিনের মধ্যে তাকে বেহালা থানা হাজিরা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ওই মামলায় গ্রেফতার হন অমলেন্দু চট্টোপাধ্যায় নামে এক আরএসএস নেতা। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেন এক মহিলা বিজেপি কর্মী। ওই বছরেই ১৭ সেপ্টেম্বর দিল্লির করোলবাগ থেকে অমলেন্দুবাবুকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত ৬৪
২৪ সেপ্টেম্বর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতা নিয়ে আসা হলে তাঁকে আলিপুর আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এর পর অভিযোগকারিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আদালত থেকে জামিন পান তিনি।
আরও পড়ুনঃ কোভিড রোগী ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের
কিন্তু তারপরও সমস্যা সমাধান হয়নি। অভিযোগ, নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জামিন পেলেও বিয়ের পর আর তাঁর সঙ্গে থাকতে রাজি হননি অমলেন্দুবাবু। ফলে ফের সেই মামলার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। বিজেপি দাবি তার সঙ্গে রাজ্যে বিজেপির পর্যবেক্ষকের কোনও যোগ থাকতে পারে না। দলের তরফে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য বা হস্তক্ষেপ করা হয় না। ইচ্ছা করে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, আগামী ৭ দিনের মধ্যে বেহালা থানার তদন্তকারী আধিকারিক প্রসেনজিৎ পোদ্দারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে শিবপ্রকাশবাবুকে।
পুলিশের অভিযোগ, বিয়ের পর স্ত্রীর সঙ্গে না থাকা নিয়ে অমলেন্দুবাবুর পিছনে মদত ছিল আরএসএস নেতা শিবপ্রকাশেরও। তাই তাঁকে জেরা করতে চায় পুলিশ। বিজেপি সূত্রে খবর, শিব প্রকাশ হাজিরা দেবেন কি না তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584