আগামীকাল থেকে রাস্তায় বেরোনোর জন্য ই-পাস চালু করল কলকাতা পুলিশ

0
144

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

জরুরী পরিষেবা ছাড়া আগামী ৩০ মে পর্যন্ত কার্যত সম্পূর্ন লকডাউন ঘোষণা রাজ্যে। সংক্রমণ রুখতে এবার কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার। আর তাই এবার কলকাতা পুলিশ নিয়ে এল বিশেষ ‘ই-পাস’।

kolkata police | newsfront.co

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য ই-পাস চালু করা হচ্ছে। আবেদন করতে হবে অনলাইনে।

দেখে নিন কিভাবে ই-পাসের আবেদন করবেনঃ

১. coronapass.kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।

২. নতুন একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে ‘I Agree’ বক্সে ‘✓’ টিক মারুন।

৩. আবার একটি পেজ খুলবে। তাতে ‘Individual’ অথবা ‘Organization’ বক্সে টিক(✓) দিন।

৪. এবার নিজের বিস্তারিত তথ্য আপডেট করুন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন – সেই সংক্রান্ত সমস্ত তথ্য দিন। ‘I shall not operate / commute in the containment zones’ বক্সে টিক দিন। নিজের চিত্র, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৫. এবার Submit করুন।

৬. মেসেজে বা মেইলে ‘QR’কোড সম্বলিত কোড পাবেন।

৭. এবার পাস ডাউনলোড করে নিন। এই পাস চেকিং পয়েন্টে দেখবেন।

উল্লেখ্য, যেই এলাকায় যাবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই সময়টুকুই ছাড় পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here