নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় নতুন পদক্ষেপ কলকাতা পুলিশের। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল জনজীবন। প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়িয়ে ঊর্ধমুখী সংক্রমণের সংখ্যা। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালে বেড নেই, ওষুধের পর্যাপ্ত জোগান নেই এমনকি চিকিৎসার সামান্যতম উপাদান অক্সিজেন পর্যন্ত নেই।
এই পরিস্থিতিতেও চলছে অক্সিজেনের কালোবাজারি। এবার এই কালোবাজারি ঠেকাতে সাধারণ মানুষ সরাসরি যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। হেল্পলাইন নম্বরটি হল ৯৮৭৪৯০৯৬৪০। দেওয়া হয়েছে একটি মেইল আইডিও। jointcpcrime@kolkatapolice.job.in। কালোবাজারি রুখতে এই নম্বরে ফোন করে বা মেইল করার পরামর্শ দিচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ কেন্দ্র থেকে পাঠানো ভেন্টিলেটরের অধিকাংশই অকেজো! বিস্ফোরক অভিযোগ গেহলটের
করোনার এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু সুযোগসন্ধানী মানুষ সাহায্যের নাম করে পাতছে প্রতারণার ফাঁদ। বলা হচ্ছে, ফোন করলেই পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার কিন্তু সেই নম্বরগুলিতে ফোন করে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। আবার যেই সিলিন্ডারের দাম ছিল ৬০০০-৬৫০০ টাকা, এখন তা ৯০০০-১০০০০ টাকাতেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ, অনেকেই আবার অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখছেন এবং সময় সুযোগ বুঝে তা চড়া দামে বিক্রি করছেন।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ছবি তোলা বা ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা জারি, কিন্তু কেন!
উল্লেখ্য, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির অভিযোগে দুজনকে গ্রেফতারও করে পুলিশ। এছাড়া করোনা প্রতিষেধক রেমডিসিভির নিয়েও কালোবাজারি করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাই এই অতিমারি পরিস্থিতিতে জালিয়াতি রুখতে এবার পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ।
এছাড়া সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও অক্সিজেন সরবরাহকারীদের জন্যও দুটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর দুটি হল – ০৩৩২২৫০৫০৯৬, ০৩৩২২১৪৩৬৪৪।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584