শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলকাতা পুলিশের দক্ষতা স্কটল্যান্ড ইয়ার্ডের মত, এমন দাবি বার বার করে গর্ব করেন মুখ্যমন্ত্রী। এবার সাইবার ক্রাইম দমনে সম্মানের নতুন পালক যোগ হল কলকাতা পুলিশের মুকুটে। দেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে ভূষিত হলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেকটর ডেনিস অনুপ লাকরা। ‘ক্যাপাসিটি বিল্ডিং’-এর নিরিখে দেশের সেরা তিন সাইবার থানার মধ্যে অন্যতম নির্বাচিত হল কলকাতা পুলিশের সাইবার থানা।

আরও পড়ুনঃ মৃত্যুবার্ষিকীতে তাপসী স্মরণে টুইট মুখ্যমন্ত্রীর
‘ডেটা সিকিওরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’-র এবং ন্যাসকমের বিচারে কলকাতা পুলিশের প্রাপ্তি এই সম্মান। এই দুই সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক সাইবার-নিরাপত্তা সম্মেলন ভার্চুয়ালি আয়োজিত হয়েছিল। দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিচারকরা দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত করেছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরাকে। শুক্রবার তাকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করেন নগরপাল অনুজ শর্মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584