নদিয়ায় যুবকের আত্মহত্যার চেষ্টা, রুখল কলকাতা পুলিশ

0
72

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অপরাধ মনস্তত্ববিদরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আত্মহত্যার কথা প্রচার করেন, তারা চট করে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেন না। ফলে রুখে দেওয়া সম্ভব হয়। তবে সামান্য কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে। এরকমই ভাবে হাতে ধারালো ব্লেড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছিল নদিয়ার এক যুবক।

Kolkata police | newsfront.co
প্রতীকী চিত্র

রবিবার রাত দেড়টা নাগাদ সে ফেসবুকে এরকম ভিডিও দেয়। ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই আত্মহত্যার চেষ্টা রুখে দিল কলকাতা পুলিশ।

যদিও ওই যুবকেরা সন্ধান পাওয়া খুব একটা সহজ ছিল না বলে দাবি পুলিশ আধিকারিকদের। কারণ ওই যুবক কলকাতার বাসিন্দা ছিল না। ফেসবুকে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরেই বছর ২৪-এর ওই যুবকের খোঁজ করতে থাকেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় জাত তুলে আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে

জানা যায়, নদিয়ার এক যুবক সেই ভিডিয়োটি আপলোড করেছেন, যা কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে। নম্বরে ফোন করলে জানা যায় নম্বর ব্যবহারকারী নিজে নয়, তার ছেলে এই ভিডিওটি আপলোড করেছেন।তাকে গোটা বিষয়টি পুলিশ জানালে তিনি দ্রুত ঘরের ভেতরে ছুটে যান। দেখেন ছেলে ঘরের ভেতরে বসে হাতের শিরা কাটার চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ রাতের কলকাতায় রেষারেষি, অ্যাপোলো হাসপাতালের সামনে দুর্ঘটনায় আহত চালক

কলকাতা পুলিশের কাছ থেকে খবর পেয়ে চলে আসে স্থানীয় ভীমপুর থানার পুলিশও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তার ওপর নজর রাখছে বলা হয়েছে তার পরিবারকে একসঙ্গে কেন ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। তবে যুবকের বাবা জানিয়েছেন সে ২-৩ বছর ধরে এই মানসিক অবসাদে ভুগছে এবং এর আগে তিন-চারবার আত্মহত্যার চেষ্টা করেছে। তার চিকিৎসা চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here