ইডেন গার্ডেনে কোয়ারেন্টাইন সেন্টার!

0
64

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

ছবি সংগৃহীত

ইডেন গার্ডেনের আন্ডার গ্যালারি কিছু অংশ এবার ব্যবহৃত হবে কোয়ারান্টাইন সেন্টার হিসাবে। হাইকোর্ট প্রান্তের চারটি গ্যালারি কলকাতা পুলিশ কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গেছে।

করোনা অতিমারিতে ডিউটি করতে গিয়ে যে পুলিশকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের জন্যই শুক্রবার রাত্রে এই তড়িঘড়ি সিদ্ধান্ত।

সেই আবেদন

লালবাজারে কলকাতা পুলিশ প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় সিএবি কর্তাদের। সেখানেই সিএবিকে অনুরোধ করা হয় ইডেনের গ্যালারির কিছুটা অংশ যেন কলকাতা পুলিশ কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করতে দেওয়া হয়। জানা গেছে ই, এফ, জি, এইচ ব্লকের নিচে করোনা আক্রান্ত পুলিশ কর্মীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। যাদের কোনো উপসর্গ নেই অথচ করোনা পজিটিভ তাদেরকেই রাখা হবে এখানে।

ক্লাব হাউস প্রান্তে সিএবি প্রশাসনিক কার্যকলাপ চলে বলে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নির্বাচিত ব্লকগুলোকে অন্যান্য ব্লক থেকে পুরোপুরি  বিচ্ছিন্ন করা হবে। তবে প্রয়োজনে জে ব্লকও কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নেওয়া হতে পারে ‌।

আরও পড়ুন:বিশ্বে ধনীদের তালিকায় আট নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি

বৈঠকের পর কলকাতা পুলিশের প্রতিনিধিরা ইডেন পরিদর্শন করতে আসেন। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক ডালমিয়া, স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় প্রমূখ।

প্রথম ভারতীয় স্টেডিয়াম হিসাবে মুম্বাইয়ের ওয়াংখেড়েকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করার কথা বলা হলেও মহারাষ্ট্র সরকার পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here