নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দুষ্কৃতী ধরতে ভিন্ রাজ্যে গিয়ে হুমকির মুখে পড়তে হল কলকাতা পুলিশকে। সেরাজ্যের পুলিশের সহযোগিতা তো পানইনি তারা, উল্টে জেলার পুলিশ সুপার কলকাতা পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বললেন প্রাণে বাঁচতে চাইলে তাঁরা যেন সেখান থেকে চলে যান।
কলকাতার বটতলা থানায় ১১ মার্চ সিদ্ধার্থ কোঠারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়, অভিযোগ কয়েক কোটি টাকা আর্থিক প্রতারণা করেছেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছত্তীসগঢ়ের দুর্গ জেলায় গা-ঢাকা দিয়ে রয়েছেন ওই ব্যক্তি।
অভিযুক্তকে গ্রেপ্তার করতে কলকাতা পুলিশের একটি দল সেখানে যায়। সাহায্যের জন্য স্থানীয় থানায় যোগাযোগ করেন তাঁরা। তখনই বাধার মুখে পড়ে এ রাজ্যের পুলিশ। স্থানীয় দুষ্কৃতীরা কলকাতা পুলিশের উপর চড়াও হয়। এবং দুর্গ জেলার পুলিশ সুপার কলকাতা পুলিশের ওই দলকে হুমকি দিয়ে বলেন প্রাণে বাঁচতে চাইলে তাঁরা যেন ফিরে যান।
আরও পড়ুনঃ টেট মামলায় ২০১৪ সালের শিক্ষক নিয়োগের যাবতীয় নথি তলব হাইকোর্টের
তাঁরা বাধ্য হয়ে ফিরে আসেন এবং বৃহস্পতিবার হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। আবেদনে বলা হয়েছে ওই দুষ্কৃতিকে ধরতে সিবিআই বা সিআইডিকে দায়িত্ব দেওয়া হোক। বৃহস্পতিবার মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে।
আরও পড়ুনঃ ফের উত্তপ্ত ত্রিপুরা, পাঁচটি গণমাধ্যম ও একাধিক সিপিএম পার্টি অফিসে অগ্নিসংযোগ
বিচারপতি নির্দেশ দেন এই বিষয়টি নিয়ে ছত্তীসগঢ়ের ডিজিপি-র সঙ্গে এ রাজ্যের ডিজিপি আগে কথা বলবেন। এরপর এক মাসের মধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা গেল কি না, তা আদালতকে জানাতে হবে। এরপরে নিরপেক্ষ সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584