শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলকাতাকে বলা হয় ‘সিটি অফ জয়’। কিন্তু করোনা আতঙ্কে লকডাউনে গৃহবন্দি থেকে সেই হাসিমুখ যেন হারিয়ে গিয়েছে শহরবাসীর। কিন্তু কষ্ট হলেও সরকারি নিয়ম যথাযথ মানার জন্য ও শহরবাসীর মনোবল অটুট রাখার জন্য অভিনব কায়দায় কৃতজ্ঞতা জ্ঞাপন করল পুলিশ। এন্টালি থানার ওসি দেবাশিস দত্ত এবং তার সহকর্মীদের এই উদ্যোগ মন কেড়ে নিয়েছে সকলের।বৃহস্পতিবার সন্ধ্যায় একই উদ্যোগ দেখা গেল ওসি গড়িয়াহাট সৌম্য ব্যানার্জিরও।
হেল্পলাইন ও থানার নম্বর জানিয়ে অঞ্জন দত্তের গানের অনুকরণে মানুষকে সাবধান হতে অনুরোধ এবার গড়িয়াহাট থানার ওসি সৌম্য ব্যানার্জির। হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে হ্যান্ডস ফ্রি মাইকে গান গাইতে দেখা যায় তার সহকর্মীদের।
এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, মাইক হাতে গান গাইছেন হায়দরাবাদ, পুনে বা মুম্বই পুলিশ। কিন্তু বুধবার বিকেলে এই দৃশ্য দেখা গেল খোদ কলকাতার রাজপথে। বুধবার বিকেলে আচমকাই গান বাজনার আওয়াজ শুনে নিজেদের ব্যালকনি থেকে ছাদে ছুটে আসেন অনেক আবাসনের মানুষজন। দেখা যায়, ওসি-সহ থানার একদল পুলিশকর্মী নিজেদের কন্ঠে ‘আমরা করব জয়’ , ‘উই শ্যাল ওভারকাম’ গান গেয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন আবাসনের বাসিন্দাদের। আবাসনের বাসিন্দাদেরও গলা মেলাতে আর হাততালি দিতে ইশারায় অনুরোধ করছেন। রাস্তায় রাখা বক্সে সেই গান ছড়িয়ে গেল সারা এলাকায়।
আরও পড়ুনঃ কিছু মানুষ গুরুত্ব দিচ্ছেন না, সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে মত পুলিশ কমিশনারের
মানবিক এই আবেদনে সাড়া দিতে দেরি করেননি আবাসনের বাসিন্দারাও। ঘর থেকেই হাততালি দিতে দিতে তারাও গলা মিলিয়েছেন পুলিশের সঙ্গে। জানা গিয়েছে, এন্টালি থানার ওসি দেবাশিস দত্ত এই উদ্যোগ নিয়ে বিভিন্ন আবাসনে ঘুরছেন। এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছেন।
পাশাপাশি থানার অফিসার-কর্মীদেরও মনোবল চাঙ্গা করছেন একসঙ্গে গান গেয়ে। তার এই নিজস্ব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন লালবাজারের কর্তারাও। লালবাজারের এক কর্তা বলেন, ‘শুধু অপরাধী বা আইন সামলানো নয়, পুলিশের সমাজের প্রতি কিছুু মানবিক দায়িত্বও থাকে।
প্রচারের লোভে নয়, সেই মানবিকতার টানেই পুলিশকর্মীরা এই কাজ করছেন। এই শুভ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584