শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লক্ষ মানুষজনের সংস্পর্শে থাকলেও মানুষ একা হয়ে গিয়ে কিভাবে অবসাদে আত্মহত্যা করতে পারে, ২৪ ঘন্টা আগেই রবিবার সমগ্র দেশবাসীকে দেখিয়ে দিয়েছে জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা। কলকাতা শহরে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এবার শহরের নাগরিকদের পাশে দাঁড়াবার কথা ঘোষণা করল কলকাতা পুলিশ। বলা হয়েছে, মানসিক অবসাদ গ্রাস করলে বা হীনমন্যতায় ভুগলে দিনের যে কোনও সময় হেল্পলাইন ১০০ ডায়ালে ফোন করলে পাশে দাঁড়াবে পুলিশ।
রবিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ট্যুইট করে তিনি জানিয়েছেন, মানসিক কোনও ধরনের কোনও সমস্যা হলে বা নিঃসঙ্গতা গ্রাস করলে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করুন। আপনাদের দুঃখ-কষ্টের কথা ভাগ করে আপনাকে সাহায্য করবেন পুলিশকর্মীরা। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন।
আরও পড়ুনঃ সাগরদত্ত হাসপাতাল চত্বরে বিক্ষোভ এবার স্থানীয়দের
কিন্তু অনেকেরই অভিযোগ, জরুরি প্রয়োজনের জন্য ব্যবহৃত এই ১০০ ডায়ালে কেউ ফোন করে নিজের দুঃখের কথা বললে কতটা মানসিক ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন পুলিশকর্মীরা, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও পুলিশের দাবি, গুরুতর বিষয় হলে ফোনের ওপারে থাকা ব্যক্তির সঙ্গে কোনও মনোবিদের যোগাযোগ করিয়ে দেওয়াও হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584