হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে তথ্য হ্যাক, সতর্ক করল কলকাতা পুলিশ

0
65

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রাইভেসি পলিসি সংক্রান্ত নিয়মকানুন নিয়ে বেশ কিছুদিন যাবত সংবাদ শিরোনামে হোয়াটসঅ্যাপ।এবার অভিযোগ উঠলো হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে হ্যাক করে তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতরা। ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া গ্যাং এর আগেও লিংক পাঠিয়ে জালিয়াতি করেছে তবে তা ছিল এসএমএস-এর মাধ্যমে।
বিষয়টি নিয়ে আজই টুইট করে জনসাধারণকে সতর্ক করেছে কলকাতা পুলিশের সদর দপ্তর।

whatsapp | newsfront.co
প্রতীকী চিত্র

জানিয়েছেন বেশ কিছু এরকম জালিয়াতির অভিযোগ পেয়েছেন তাঁরা।গোয়েন্দা বিভাগের ধারণা এর নেপথ্যে শুধু জামতাড়া বা রাজস্থানের ভরতপুর গ্যাং নয় থাকতে পারে বিদেশি যোগও। কখনো কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও পাঠানো হচ্ছে লিংক। জালিয়াতদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জনসাধারণকে সতর্কও করেছেন তাঁরা।অভিযোগ এসেছে গ্রাহকদের তথ্য হাতিয়ে ব্ল্যাকমেলও করছে তারা।

আরও পড়ুনঃ মেদিনীপুরে রেড ভলান্টিয়ার্সদের পাশে ভগৎ সিং ফাউন্ডেশন

লালবাজার সূত্রে জানা গিয়েছে ,কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে OTP বা ‘কোড নম্বর’ পাঠানো হচ্ছে। এর পর একটি লিংক পাঠিয়ে বলা হচ্ছে তাতে ক্লিক করে ওই কোড যাচাই করে নিতে। এবং OTP শেয়ার করতে বলা হচ্ছে। যদি কোনও পরিচিত বা অপরিচিত ব্যক্তি ওই লিংক পাঠান, ভুলেও যেন কেউ তাতে ক্লিক না করেন ও ওই লিংক কাউকে ফরওয়ার্ড না করেন।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রয়োজনে হাসপাতালে শয্যা সংরক্ষণ জরুরি, মত দিল্লি হাইকোর্টের

কারণ, এই লিংকে ক্লিক করলেই ওই হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে।এই হ্যাকিং এর তদন্তে পুলিশের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “শুক্রবার দক্ষিণ কলকাতার আলিপুরের এক মহিলা সাইবার থানায় অভিযোগ জানান।এরপর আরও একাধিক অভিযোগ পুলিশের কাছে আসে।” অভিযোগকারীরা “হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছে,” এই মর্মেই অভিযোগ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here