বিনামূল্যে করোনা পরীক্ষার ই-মেল ব্যাঙ্ক প্রতারণার ছক, সতর্কতা কলকাতা পুলিশের

0
36

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে বেসরকারি করোনা পরীক্ষার নামে এবার শুরু হয়েছে সাইবার প্রতারণার ছক। ইতিমধ্যে রাজ্যে সরকারি ল্যাব ছাড়া বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা ছাড়পত্র মিলেছে।

banking fraud | newsfront.co
গ্রাফিক্স চিত্র

আর বিভিন্ন রাজ্যে এই নয়া নির্দেশ এভাবেই হাতিয়ার করেছে জালিয়াতরা। বিনামূল্যে বা স্বল্পমূল্যে করোনা পরীক্ষা করানোর জন্য ই-মেল এলে তা ব্যাঙ্ক প্রতারণার ছক হতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা। তারই ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিল কলকাতা পুলিশও।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, কোভিড ১৯ পরীক্ষার নাম করে ভুয়ো মেল পাঠাচ্ছে জালিয়াতরা। বিশেষ করে এই মেইল পাঠানো হচ্ছে বয়স্ক শ্রেণীর মানুষদের। দেশের বড় শহরগুলির বহু বাসিন্দা ইতিমধ্যে এই মেল পেয়েছেন।

ছবিঃ টুইটার

তাতে তাঁদের বলা হয়েছে, বিনামূল্যে কোভিড ১৯ পরীক্ষা করা হবে। অনলাইন বুকিংয়ের জন্য দিতে হবে তাঁদের বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। এভাবে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্কের তথ্য জেনে নিচ্ছে জালিয়াতরা। একইসঙ্গে একটি লিংক পাঠানো হচ্ছে ই-মেলের মাধ্যমে। বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে গেলে ওই লিংকটি ক্লিক করতে বলা হচ্ছে। এভাবে জালিয়াতদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়ার সম্ভাবনা থাকছে অনেকেরই।

আরও পড়ুনঃ সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়ে দিলীপকে ফোন মুখ্যমন্ত্রীর

আবার করোনাকে সামনে রেখে পুরস্কার দেওয়ার ফাঁদও পাতা হয়েছে। জানা গিয়েছে, ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান ও ব্রিটেনের ৫০ লক্ষেরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাকাররা ইতিমধ্যেই এই দেশগুলির বহু মানুষের ই-মেল আইডি পেয়ে গিয়েছে। সেই সতর্কবার্তা পেয়েই দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্রও।

এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটল কলকাতা পুলিশও। কোনও শহরবাসীর কাছে এই ধরনের মেল এলে তাঁরা যেন তা এড়িয়ে চলেন ও কোনও উত্তর না দেন, সেই বিষয়ে শহরবাসীকে সতর্ক করা হয়েছে। টুইটে এই সতর্কবাণী কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট থানার মাধ্যমে লালবাজারের সাইবার শাখায় যোগাযোগ করতে পারেন মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here