নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাপর্ব কাটিয়ে এখন জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। পুরোদমে চলছে বিমান পরিষেবা। গড়িয়েছে রেলের চাকাও। এহেন পরিস্থিতির মধ্যে কলকাতা-শিলং রুটে বিমান পরিষেবাও ফের শুরু হচ্ছে।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এয়ারলাইন্স সংস্থা ইন্ডিগো কলকাতা-শিলং রুটে বিমান চলাচল শুরু করতে চলেছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১০ মাস কলকাতা-শিলং রুটে বিমান চলাচল বন্ধ ছিল। তারপর শিলং থেকে দিল্লিতে বিমান চলাচল শুরু হয়। এরপর কলকাতা থেকেও চালু হচ্ছে পরিষেবা।
আরও পড়ুনঃ ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য
এ বিষয়ে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শিলং থেকে বিমান আসা-যাওয়ার জন্য স্লট অনুমোদন রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের। সেই কারণেই বিমান পরিষেবা শুরু করছে তারা। ১ ফেব্রুয়ারির জন্য ইতিমধ্যেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584