প্রশান্ত ডোরার স্মরণ সভা

0
156

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে শ্রদ্ধা জানানো হল সদ্য প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ডোরাকে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং- ময়দানের তিন প্রধানের কর্মাকর্তারাই উপস্থিত ছিলেন এই স্মরণসভায়।

Kolkata sport journalist club | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

সবুজ-মেরুনের দেবাশিস দত্ত, লাল-হলুদের প্রণব দাশগুপ্ত, মহামেডানের বিলাল আহমেদ প্রত্যেকেই পুরোনো স্মৃতি তুলে ধরেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চট্টোপাধ্যায়, রহিম নবি, সংগ্রাম মুখোপাধ্যায় প্রমুখ। এঁদের সকলেই প্রশান্ত ডোরার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান এবং বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ শুক্রবার শুরু কলকাতা হকি লীগ

উল্লেখ্য, বাংলার প্রাক্তন গোলরক্ষক তিন প্রধানের হয়েই মাঠে নেমেছিলেন। দাদা হেমন্ত ডোরাও গোলকিপার হিসাবে বড় ক্লাবে চুটিয়ে খেলেছেন। ভাইকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন হেমন্ত। গত ২৬ জানুয়ারি বিরল রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হন প্রশান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here