নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
জানুয়ারির প্রথম কয়েকদিন শীতের আমেজ থাকলেও শহরে গত চারদিনে উধাও হয়েছে সেই চেনা শীতের ছবি। পূর্বাভাস মিলিয়ে ফের বাড়ল শহরের তাপমাত্রা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভ্যানিস শীতের দাপট।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি। উভয় ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। সঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বাড়ায় বাতাসে জলীয় বাষ্পও বাড়ছে। এদিন বাতাসে আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ। ফলে ভোরের দিকে বা রাতে উষ্ণতা কমলেও দিনের বেলা তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকে। সঙ্গে আদ্রতার হারও বেশি থাকায় অস্বস্তি থাকছে।
আরও পড়ুনঃ টিকা নেওয়ার খুঁটিনাটি অনলাইনেই জানতে পারবেন পুরকর্মীরা
এক কথায় শীত যেন হঠাৎ উধাও হয়ে গিয়েছে। দিনের বেলায় রোদের দাপট গত কয়েকদিন ধরেই বেড়ছে। এই পরিস্থিতি আগামী সংক্রান্তি পর্যন্ত চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584