মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সম্প্রতি ঘূর্ণিঝড় ‘আমপান’-এর দাপটে উপড়ে গিয়েছে কলকাতার বহু গাছ। সিটি অফ জয় হারিয়েছে একভাগ সবুজ। বিশ্ব পরিবেশ দিবসে তিন হাজার চারাগাছ মানুষের মধ্যে বিতরণ করে ও গাছ লাগিয়ে এদিন কলকাতাকে আবার সবুজে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার নিল কলকাতা ট্রাফিক পুলিশ।

এরকমই একটি অনুষ্ঠানে শুক্রবার হাজির ছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ট্রাফিক দেবেন্দ্র প্রকাশ সিং, জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পাণ্ডে, ডেপুটি কমিশনার পুলিশ ট্র্যাফিক রুপেশ কুমার সহ ট্রাফিক ডিপার্টমেন্টের একাধিক পুলিশ আধিকারিক।

আরও পড়ুনঃ করোনা আবহে ৬০-৮০% রাস্তায় যাতায়াত বাড়ল বাইক স্কুটির, বেড়েছে বিক্রি
ওসি ইস্ট গার্ড নীলেশ চৌধুরী বলেন, ‘বিভিন্ন এলাকায় আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি, চাই এই শহরে প্রাণের সঞ্চার হোক’। বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ট্রাফিক পুলিশের এই কর্মসূচীতে খুশি কলকাতাবাসীও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584