ফের নিম্নচাপের জেরে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস

0
50

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সতর্কতা জারি হয়েছে রাজ্যজুড়ে। রবিবার, সোমবার, মঙ্গলবার এই তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত নিয়ে জেলাশাসকদের আগেই সতর্ক করেছে নবান্ন।

Heavy rain | newsfront.co
ফাইল চিত্র

জেলার পাশাপাশি কলকাতাতেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই যাবতীয় প্রস্তুতি রাখছে কলকাতা পুরসভাও। শহরের ৭৪ টি পাম্পিং স্টেশনের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। খোলা রাখা হচ্ছে কন্ট্রোল রুম। গাছ পড়লে তা দ্রুত সরানোর জন্য বড় ১৩ টি এবং ছোট ৭ টি মেশিন তৈরি রাখা হয়েছে।

কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘নবান্নের নির্দেশ মতো দুর্যোগ মোকাবিলায় পুরসভা তৈরি আছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঝড়ের সম্ভাবনা নেই বলেই শুনেছি। রাস্তাগুলি জলমগ্ন হলে যাতে দ্রুত জল নামানো যায় সেই ব্যবস্থা থাকছে। ঘূর্ণিঝড় আমপানের সময় গাছ পড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল শহর। এবার আর ঝুঁকি না নিয়ে যাবতীয় প্রস্তুতি আগেভাগেই সেরে রেখেছে পুর-কর্তৃপক্ষ।’

আরও পড়ুনঃ ময়নাতদন্তের ৩৬ ঘন্টা আগে শর্বরীর মৃত্যুর রিপোর্ট! গোটা দিন জানতই না পরিবার

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করে ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। যার কারণে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ২১ ও ২২ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ এবার নীল চাঁদের দেখা মিলবে বিশ্বের সর্বত্র

হাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরেই প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা ও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বর্ধমানে। বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে। পাশাপাশি, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। সবমিলিয়ে আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here