দোরগোড়ায় শীত, কুয়াশাচ্ছন্ন ভোরে ঘুম ভাঙছে শহরের

0
87

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মা দুর্গার আগমনীতেই শিশিরের প্রবেশ ঘটেছে বাংলায়। তবে শীতের আগমন তখনও হয়নি। এরপর নিম্নচাপের জেরে লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু এখন সেই নিম্নচাপ কেটে গিয়েছে। ফলে রাতের দিকে শিশির পড়ছে ভালোই। বলা যেতে পারে, বঙ্গবাসীর দরজায় এখন কড়া নাড়ছে শীত। এইমুহূর্তে দক্ষিণবঙ্গজুড়ে থাকবে আরামদায়ক আবহাওয়া। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Kolkata Winter
প্রতীকী চিত্র

বাংলায় শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশায় ঢাকা আকাশ। রাতে হালকা ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রাক শীতের মুহূর্তে দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এরকম আবহাওয়াই বজায় থাকবে বেশ কয়েকদিন। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ দেশে দৈনিক সংক্রমণ ১৬ হাজারের কাছাকাছি, নিম্নমুখী অ্যাকটিভ কেস

এদিকে, উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ ট্রেনের টিকিট কাটা আরও সহজ করতে নিয়মে বদল আনল রেল

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here