ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কর্মী খুনে অভিযুক্ত অপর ৯ জন আরএসএস কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল কোল্লাম প্রিন্সিপাল সেশন কোর্ট।
আট বছর আগে আরএসএস কর্মী কাদাভুর জায়ানের এই খুনের বিচারে বিচারক সুরেশ কুমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শাস্তির ঘোষণা দেন কারণ অভিযুক্তদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত ছিলেন।
Kollam Principal Sessions Court sentenced Nine RSS Workers to Life Imprisonment for the murder of an Ex-RSS Worker Kadavoor Jayan
— Live Law (@LiveLawIndia) August 8, 2020
সঙ্গে বিচারক ৯ জন আরএসএস কর্মীর প্রত্যেকেরই ৭১৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা না দিলে তাদের আরও ৪ বছর কারাবাস করতে হবে। জরিমানার এই অর্থের মধ্যে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হবে খুন হওয়া জায়ানের মায়ের হাতে, ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে দেওয়া হবে জয়ানের সঙ্গে আরও এক আক্রান্ত রঘুনাথ পিল্লাইয়ের হাতে।
এই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন বিনোদ, গোপাকুমার সুব্রামানিয়ান, প্রিয়ারাজ, প্রণব, অরুণ, রাজনিশ, দিনারাজ ও শিজু।
২০১২ সালের ৭ ই জুলাই কেরালার কোল্লাম এলাকার কাদাভুর জংশনে নিজের বাড়িতেই খুন হন আরএসএস কর্মী কাদাভুর জায়ান। তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার শরীরে ৫০ এর বেশি ক্ষতচিহ্ন পাওয়া যায়। ঘটনায় আহত হন তার এক আত্মীয় রঘুনাথ পিল্লাই।
আরও পড়ুন:কেরল বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮
এর আগেও সাজাপ্রাপ্তরা কোল্লাম অ্যাডিশনাল সেশন কোর্টে একই দণ্ডে দণ্ডিত হয়। কিন্তু তারা চরম শুনানিতে বাদানুবাদের সুযোগ পায়নি দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট এই মামলা কোল্লাম প্রিন্সিপাল সেশন কোর্টে বদলি করে। শুনানির পর কোর্ট অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এই সাজা শোনায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584