আসছে ‘কড়ি খেলা’

0
888

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘কড়ি খেলা’। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পর টিভিতে কামব্যাক করছেন শ্রীপর্ণা রায়। টুসু নামেই অধিক পরিচিত তিনি।

Zee Bangla serial | newsfront.co

‘আঁচল’ ধারাবাহিকের টুসু বেশ জনপ্রিয় হয় দর্শকমহলে। এবার তাঁকে পাওয়া যাবে কুট্টুসের মা হিসেবে। প্রোমো তেমনটাই জানান দিচ্ছে। এখানে শ্রীপর্ণার চরিত্রের নাম কড়ি।

Ananda Ghosh | newsfront.co
আনন্দ ঘোষ

ওদিকে ‘জাহানারা’র পর ফের মুখ্য পুরুষ চরিত্রে ধরা দেবেন অভিনেতা আনন্দ ঘোষ। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে দিনকয়েকের ট্র‍্যাকে দেখা মেলে তাঁর। তবে এবার একেবারে শুটেড বুটেড জেন্টলম্যান ইমেজে তাঁর আগমন।

Sriparna Ray | newsfront.co
শ্রীপর্ণা রায়

প্রোমো যা বলছে তাতে আনন্দর সঙ্গে কড়ির দেখা কুট্টুসের দৌলতেই। তা হলে কড়ির অতীত কোথায় থেমে গেছে সেটাই দেখার। কড়ি দ্বিতীয়বার বিয়ে করতে চায় না। তার কাছে ভালোবাসা একবার আর বিয়েও একবারই গুরুত্ব পায়। কিন্তু কোথাও না কোথাও গিয়ে পরিবর্তন তার জীবনে এবং তার ভাবনায় ঘটবে সেটা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুনঃ নিজের হাঁটার ঢঙ-ও পাল্টাতে হচ্ছে ‘ছাদ’-এর জন্যঃ রণজয়

কবে থেকে কোন স্লটে এই ধারাবাহিক আসছে তা জানা যায়নি এখনও। প্রশ্ন একটাই তা হলে কোনও সিরিয়াল কি বন্ধ হতে চলেছে নাকি অন্য স্লট তৈরি হবে ‘কড়ি খেলা’র জন্য? জানতে হলে অপেক্ষাই সম্বল। তবে সূত্রের খবর বলছে এই ধারাবাহিক ‘শশী সুমিত প্রোডাকশন’-এর। এই হাউজের তরফেই চলছে ‘কী করে বলব তোমায়’ এবং ‘ভাগ্যলক্ষ্মী’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here