নেপালের সিংহাসনে ফের ওলি

0
95

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস

বৃহস্পতিবার রাত্রি ৯ টার ডেডলাইনের আগে সরকার গঠনের জন্য বিরোধীরা জোটবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী কে পি শর্মা ওলিকেই ফের নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন।গত সোমবার আস্থা ভোটে হেরে যাওয়া কে পি শর্মা ওলি শুক্রবার ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তবে আগামী ৩০ দিনের মধ্যে তাকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

ডেডলাইনের কিছু আগে বিরোধীপক্ষের সবথেকে শক্তিশালী দল নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেওবা তাঁর পার্টি কর্মী ও জোট সঙ্গীদের জানান যে তাঁর নেতৃত্বে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা সম্ভব নয়, তাই তিনি প্রধানমন্ত্রীর  দৌড় থেকে সরে দাড়াচ্ছেন। এমতাবস্থায় রাষ্ট্রপতির হাতে আর অন্য কোনো বিকল্প না থাকায় একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে ওলিকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য,  নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী) সমর্থন প্রত্যাহার করার পর সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সংসদের নিম্ন কক্ষে সোমবার আস্থাভোটের রাস্তায় হাঁটতে হয় ওলি সরকারকে।২৭১ আসন বিশিষ্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের  উপস্থিত ২৩২ সদস্যের মধ্যে ওলির পক্ষে ভোট পড়ে ৯৩টি। বিপক্ষে যায় ১২৪ সদস্যের ভোট। ভোটদান থেকে বিরত থাকেন ১৫ জন সদস্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here