কৃষক বন্ধু প্রকল্প প্রতীকী অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলা পরিষদে

0
84

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃতীয়বার সরকারে আসলে কৃষক বন্ধুদের ওপর বিশেষ নজর দেওয়া হবে। সেইমতো আজ মুর্শিদাবাদ জেলা পরিষদে কৃষি আধিকারিকদের উপস্থিতিতে ও কৃষি কর্মদক্ষ শাহনাজ বেগমের উপস্থিতিতে কোভিড বিধি মেনে অনুষ্ঠান করা হল জেলা পরিষদ কনফারেন্স হলে।

Kisan Bondhu
নিজস্ব চিত্র

কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষক বন্ধু প্রকল্পে টোকেন, যেসব কৃষকগণ আগে ২০০০ টাকা পেতেন এখন পাবেন ৪০০০ টাকা, যারা ৫০০০ টাকা পেতেন তারা পাবেন ১০,০০০ টাকা। ২৩শে জুন থেকে পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কৃষকদের মোট ১২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া যে সমস্ত কৃষকের ৬০ বছর বয়সের আগে মৃত্যু হয়েছে সেই সব পরিবারের হাতে দু’লক্ষ টাকা করে তুলে দেওয়া হল।

Krishak Bondhu Prakalpa
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অতীশ চন্দ্র সিনহার ৮২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হল কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল প্রাঙ্গণে

এখনো পর্যন্ত ৪ লক্ষ ৪০ হাজার কৃষক বন্ধু প্রকল্প, এবং কৃষককে মৃত্যুকালীন সহায়তা ১,২৫০ জনকে দেওয়া হয়েছে, যার অর্থের পরিমাণ ২৪ কোটি ৫০ লক্ষ টাকা। এবং যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেননি তাদের নাম নথিভুক্ত করার জন্য বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here