নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ ‘কৃষি বাঁচাও কৃষক বাঁচাও’ কর্মসূচি পালন করা হল বিজেপির পক্ষ থেকে। লালবাগ বিডিও অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিজেপির সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এদিন গৌরী শঙ্কর ঘোষ বলেন, বাংলায় কৃষকরা শস্যের দাম পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার ধানের দাম ১,৮৬৮ টাকা ধার্য করেছে। কৃষকরা তাদের ধান কিষান মান্ডিতে বিক্রি করবে তার জন্যও টোকেন পাচ্ছে না। আলু চাষী, পান চাষী, ফুল চাষীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা তাদের ক্ষতিপূরণ পাচ্ছে না। তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ কৃষকদের পক্ষ থেকে কৃষকদের কথা চিন্তা ভাবনা করে এই বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি বলে জানায় মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।
আরও পড়ুনঃ নির্বাচিত হল সাগরদিঘী পঞ্চায়েতের নতুন প্রধান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584