কাটোয়ায় কৃষিমেলা

0
69

রাহুল রায়,কাটোয়া:

Krishimela at Katwa
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মাটি,কৃষি উৎপাদন পালন,মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রানী সম্পদ মেলা অনুষ্ঠিত হলো কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত কার্য্যালয় সন্নিকট রাধাগোবিন্দ মাঠে। প্রদীপ জ্বেলে মেলা উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা সুমনা মণ্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল,দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল,কাটোয়া ২নং ব্লকের ৭টি গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ অনেকেই।এই মেলা মঞ্চ থেকে মহিলাদের হাতে কৃষি ভাতা তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চ্যাটার্জী। এবার মেলায় প্রায় ১০ টি স্টল রয়েছে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়। প্রতিনিধি রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: কথা রাখেনি সরকার,প্রশাসনের দোরে দোরে আজও ঘুরছে সৌম্যদীপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here